...
কখনো কি তোমার ইচ্ছে হয় না
একবার আকাশটা ছুঁয়ে দেখি
অথৈ জলের সাগর তীরে তুমি আমি পাশাপাশি
দুপা জলে রাখি
কখনো কি তোমার ইচ্ছে হয় না
পূর্ণিমা রাতে একা নির্জনে
গল্প কথার ছবি আঁকি
তুমি আমি পাশাপাশি
সাদা মেঘের শুভ্র আবেশ দু হাতে স্পর্শ করি
কখনো কি তোমার ইচ্ছে হয় না
একবার আকাশটা ছুঁয়ে দেখি
অথৈ জলের সাগর তীরে তুমি আমি পাশাপাশি
দুপা জলে রাখি
কখনো কি তোমার ইচ্ছে হয় না
বর্ষার দিনে একা আনমনে
বৃষ্টি ধারার গান শুনি
তুমি আমি পাশাপাশি
চেনা সুখের অঝর ধারায়
দুজনে বৃষ্টিতে ভিজি
কখনো কি তোমার ইচ্ছে হয় না
একবার আকাশটা ছুঁয়ে দেখি
অথৈ জলের সাগর তীরে তুমি আমি পাশাপাশি
...

Smile

... জনম জনম কাঁদিব তব তরে... ♥

একেকজন মানুষ যেন একেকটা বই। কোন বই সহজ তড়তড় করে পড়া যায়। কোন বই অসম্ভব জটিল। আবার কোন কোন বইয়ের হরফ অজানা। সেই বই পড়তে হলে আগে হরফ বুঝতে হবে। আবার কিছু কিছু বই আছে যার পাতাগুলি সাদা। কিচ্ছু সেখাানে লেখা নেই। বড়ই রহস্যময় সে বই।

হ্যাঁ এবং না পৃথিবীর সবচেয়ে ছোট দুটি শব্দ। কিন্তু এ শব্দ দুটি বলতে মানুষের সবচেয়ে বেশি ভাবতে হয়।

পৃথিবীতে বেশিরভাগ মানুষই হুমড়ি খেয়ে পড়ে যায়। খুব অল্প কিছু মানুষ উঠে দাঁড়াতে পারে।

ট্টয় নগরী ধ্বংস হয়েছিলো হেলেন নামের এক নাকবোচা মেয়ের জন্য। চিন্তা করা যায়!

... একটা চিৎকার শব্দহীন হলে, একটা নিরবতা অনেক কথা বলে ....

আমি তাকে ভালোবাসি বলে দিয়েছি। এখন সেও বাসবে কি না তা একান্তই তার নিজস্ব বিবেচনা। ভালোবাসতে কারো অনুমতি লাগে না। কাওকে সারা জীবন ভালোবাসা যায়। সেও বাসলো কি না তাতে কি যায় আসে। আমি তো বাসি। & that's it. আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে এখনো বলাই হলো না 'ভালোবাসি'। এবং ভেবেছি কোনোদিন বলবও না। তবে 'Love' & 'Attraction' এ দুটো শব্দকে একসাথে গুলিয়ে ফেলো না। Tuberty/Teenage অনেক সময় ভুল সিদ্ধান্ত বা ভুল মানুষের জন্য সারা জীবনের কান্না হয়ে যায়। '...একটা পথে ভুল একটা করুণ গল্প - একটা জীবন জানে এক জীবনের অল্প...'

'এটা গল্প হলেও পারতো- পাতা একটা আধটা পড়তাম- খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে-- জানি আবার আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা - ফের করে যাবে চলে একলা আমাকে...'

ভালোবাসি মুখফুটে কি বলতেই হয়। কই বাবা-মা এদের কে তো কখনো বলিনা 'ভালোবাসি'।

ভালোবাসাবসির জন্য অনন্তকালের প্রয়োজন নেই। একটি মুহূর্তই যথেষ্ট। - ইভান তুর্গেনিভ

...
ছোট প্রাণ, ছোট কথা
ছোট ছোট দুঃখ ব্যাথা
নিতান্তই সহজ সরল
সহস্র বৃষ্টি রাশি প্রত্যহ যেতেছে ভাসি
তারি দু-চারিটি অশ্রুজল
নাহি বর্ননার ছটা ঘটনার ঘনঘটা
নাহি তথ্য নাহি উপদেশ
অন্তরে অতৃপ্তি রবে
সাঙ্গ করি মনে হবে
শেষ হইয়াও হইলো না শেষ!!!
...

যদি কাওকে ধোঁকা দিতে পারো, তাহলে ভেবো না সে বোকা ছিলো। মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিলো। কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিলে না।

'...তুঝে ভুলনে কি দোয়া করু - অর দোয়া মে তেরা নাম আয়ে...'

Life is Beautiful...

কিছু কিছু ছাত্র আছে যাদের বলা হয় আদর্শ ছাত্র। পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হওয়া ছাড়াও যে কিছু হওয়া যায় তা এরা জানে না। এরা ছুটির দিনেও দরজা জানালা বন্ধ করে পড়ে। বাথরুমে যাবার সময়ও বগলে করে পড়ার একটা বই নিয়ে যায়। ঈদের দিন ভোরবেলা বিস্মিত হয়ে বলে - আজ ঈদ? জানতাম না তো? কী আশ্চর্য! এরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামূর্খ। জীবনটা যে কী তা এরা আজও বোঝেনি।

কখনো কি ভেবে দেখেছো- প্রতিটা মানুষ একটা করে আলাদা ভূবন, প্রতিটা মস্তিষ্ক একটা করে জগৎ, একটা করে আলাদা সত্ত্বা, ভিন্ন ভিন্ন স্মৃতি- কত বৈচিত্রময় ভাবনা। জীবনটা আসলেই খুব সুন্দর, বড়ই সুন্দর। আমরাই একে ক্রমশ জটিল বানাই।

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
পূর্ণিমার চাঁদ যেনো ঝলসানো রুটি।

Blue Rose

দিতে পারো একশো ফানুস এনে- আজম্ম সলজ্জ সাধ- একদিন আকাশে কিছু ফানুস উড়াই..

কখনো কি মনে হয় না এই পৃথিবী আমার, এই পৃথিবী আমাদের। তাহলে আজ মানুষে মানুষে কেন এত হানাহানি?

সিগারেট হল একটা শলাকা যার একপাশে থাকে জলন্ত আগুন আরেক পাশে একটা আহাম্মক।

পাখি কোনো ডালে বসলে সে ডালের ওপর পাখি ভরসা রাখে না। ভরসা রাখে নিজের ডানার ওপর।

বাইরের দুনিয়াটা বড়ই কঠিন। ভরসা করলে নিজের ওপর করো। অন্যের আশায় বসে থেকো না। তোমার নিজস্ব একটা পরিচয় build করো।

মরুভূমির বালি ফুটফুটে সাদা- তাই বলে কি তাতে বীজ বোনার চেষ্টা করবে?
হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে।

...
রংমশাল আমিও পুড়ে যাব এইভাবে
এই আলো কতদুর পৌঁছবে
মুখ চোরা আমিও জানি চোখ এড়াতে
খুঁজতে বেরুই খুব সেই মাঝরাতে
মুখফুটে কি ক্ষমা চাওয়া বারণ
আমার দশটা পাঁচটা স্বপ্নেরা সাধারণ
কেও বোঝেনা
ভুল করেছি ভুল করেছি আমি জানি
কেও বুঝবে না এই বুকজুড়ে কতখানি
তাই তোর গায়ে আঁচড় লাগার ভয়টা ভীষণ পাই
ভাবতে পারি না ভাবতে পারি না
ভাবতে পারি না ভাবতে পারি না
...

I could stay awake just to hear you breathing
Watch you smile while you are sleeping
While you're far away and dreaming
I could spend my life in this sweet surrender
I could stay lost in this moment forever
Every moment spent with you is a moment I treasure
Don't wanna close my eyes
I don't wanna fall asleep
'Cause I'd miss you, baby
And I don't wanna miss a thing
'Cause even when I dream of you
The sweetest dream would never do
I'd still miss you, baby
And I don't wanna miss a thing
Lying close to you feeling your heart beating
And I'm wondering what you're dreaming,
Wondering if it's me you're seeing
Then I kiss your eyes and thank God we're together
And I just wanna stay with you
In this moment forever, forever and ever
I don't wanna close my eyes
I don't wanna fall asleep
'Cause I'd miss you, baby
And I don't wanna miss a thing
'Cause even when I dream of you
The sweetest dream would never do
I'd still miss you, baby
And I don't wanna miss a thing
I don't wanna miss one smile
I don't wanna miss one kiss
Well, I just wanna be with you
Right here with you, just like this
I just wanna hold you close
I feel your heart so close to mine
And just stay here in this moment
For all the rest of time, yeah, yeah, yeah!
Don't wanna close my eyes
Don't wanna fall asleep
'Cause I'd miss you, baby
And I don't wanna miss a thing
'Cause even when I dream of you
The sweetest dream would never do
I'd still miss you, baby
And I don't wanna miss a thing
I don't wanna close my eyes
I don't wanna fall asleep
'Cause I'd miss you, baby
And I don't wanna miss a thing
'Cause even when I dream of you
The sweetest dream would never do
and I'd still miss you, baby
And I don't wanna miss a thing
Don't wanna close my eyes
I don't wanna fall asleep, yeah
I don't wanna miss a thing
I don't wanna miss a thing

Student INFO:

Roll Name Group Marks
01 Rodela Arts 1190
02 Puspo Science 1180
03 Sandha Science 1080
04 Surovi Arts 1050
05 Tithee Commerce 1035
06 Beethi Commerce 1025
07 Sarah Arts 1013

Subject Names: