Remember me when I am gone away,
Gone far away into the silent land.

[মনে রেখো যখন চলে যাবো দূরে, নৈশব্দের দূর নগরীতে।]

সকাতরে ঐ কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা
কহো কানে কানে শুনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদায় ভাবনা
যা কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।।

অনেক সময় আমরা যা করতে চাই করতে পারি না। কেন পারি না তাও জানি না। পরে তা নিয়ে কষ্ট পাই।

I always longed for Love, never got it... The most painful love there is, is the love left unshown. A love that cannot be expressed, affection left unknown. The love that withholds touching, afraid of what it would say, and the most painful thing about unexpressed love is, it never fades away. And the hardest part about loving someone, is watching that person love another person.

না পাওয়া ভালোবাসাগুলো সব সময় সত্যি মনে হয়, পাবার পর কতজন মূল্য দিতে পারে?

কবে বৃষ্টি পড়েছিলো, বান এলো সে কোথা-
শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা!
সেদিনও কি এমনিতরো মেঘের ঘটাখানা!
থেকে থেকে বাজ-বিজুলি দিচ্ছিল কি হানা!
তিন কন্যে বিয়ে করে কী হল তার শেষে?
না জানি কোন্ নদীর ধারে, না জানি কোন্ দেশে,
কোন্ ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান-
বিষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান।

তাহার ধূসর ঘোড়া চরিতেছে নদীর কিনারে
কোনো এক বিকেলের জাফরান দেশে।
কোকিল কুকুর জ্যোৎস্না ধুলো হ'য়ে গেছে কত ভেসে।
মরণের হাত ধ'রে স্বপ্ন ছাড়া কে বাঁচিতে পারে?

যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়।
এসো ঝরঝর বৃষ্টিতে এস জলভরা দৃষ্টিতে,
এস কোমল শ্যামল ছায়ায়, চলে এস এক বরষায়
...

আকাশে চুলের গন্ধটি দিয়ো পাতি,
এনো সচকিত কাঁকনের রিনিরিন্।
আনিয়ো মধুর স্বপ্নসঘন রাতি,
আনিয়ো গভীর আলস্যঘন দিন।
তোমাতে আমাতে মিলিত নিবিড় একা-
স্থির আনন্দ, মৌনমাধুরীধারা,
মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা,
তব করতল মোর করতলে হারা।।

খোকন সোনা কথা বলে না,
শুধু ঘুমায়, মাথা নাড়ায়
আবার হাসে, ভালোবাসে।।

ভালোবাসা কী?

Theory of Relativity has nothnig to do with it
-আইনস্টাইন

Soft version of sexual attraction
-শোয়েডিঞ্জার (কোয়ান্টাম বিজ্ঞান)

ভালোবাসায় ঈশ্বর
-ম্যাথমেটিশিয়ান অ্যাবেল

ঘৃণার উল্টো পৃষ্ঠাটাই ভালোবাসা
-01010010010101010101000001000001

ভালোবাসার মত এত বড় একটা ব্যাপারকে দেহে সীমাবদ্ধ করা খুব অন্যায়। খুবই অন্যায়। তবু কেন জানি ভালোবাসা শেষ পর্যন্ত দেহেই আশ্রয় করে। মনটা যত সুন্দরই হোক- একটা কালো অসুন্দর মেয়েকে আমরা ভালোবাসতে চাই না। সুন্দর কাওকে খুঁজি। এই বাস্তবতাটা আমরা স্বীকার করতে চাইনা। শুধু মুখে বড় বড় বুলি আওড়ায়। বড় রহস্যময় এই পৃথিবী। বড়ই রহস্যময়।

"ভালো লাগার এভোল্যুশন আছে। পাঁচ বছর পূর্বেকার ভালো-লাগা পাঁচ বছর পরেও যদি একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতে হবে, বেচারা জানতে পারে নি যে, সে মরে গেছে। একটু ঠেলা মারলেই তার নিজের কাছে প্রমাণ হবে যে, সেন্টিমেন্টাল আত্বীয়েরা তার অন্ত্যেষ্টি-সৎকার করতে বিলম্ব করেছিল, বোধকরি উপযুক্ত উত্তরাধিকারীকে চিরকাল ফাঁকি দেবার মতলবে।"

Intelligence is the ability to adapt to change- Stephen Hawking
পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেবার ক্ষমতায় বুদ্ধিমত্তা- স্টিফন হকিং

কিছু কিছু কষ্ট আছে যা বারবার পেতে ইচ্ছে করে

মধ্যবিত্তদের আসলে প্রেম করতে নেই ___ তারপরেও কিভাবে যেন পা টিপে টিপে প্রেম চলে আসে জীবনে ___ টুপ করে ঢুকে পরে বুকের মধ্যে ___ হুট করেই কারও জন্য ভালোবাসা জন্মে যায় ___ পৃথিবীর সমস্ত কিছু লজিক মেনে চললেও, পৃথিবীর সবচেয়ে দামী জিনিসটাই কোন লজিক মানে না ___ কোন নিয়ম-নীতির ধার ধারে না ___
দু টো মানুষ একসাথে স্বপ্ন দেখে ___ মধ্যবিত্ত বেকার ছেলেটা মেয়েটাকে নিয়ে স্বপ্নের খড়-কুটো দিয়ে বাবুই পাখির বাসা বানায় ___ প্রেমের দোলায় সেই বাসা দোল খায় ___ মেয়েটা কথা দিয়েছিল, বিয়ের পর সন্ধ্যায় অফিস থেকে ফিরলেই তাকে এক কাপ চা করে দেবে প্রতিদিন ___
ইচ্ছে করেই সেই চায়ে চিনি কম দেবে ___ ছেলেটাও চুমুক দিয়ে বলবে "অ্যাই !! চিনি কম দিসো তো" ___ মেয়েটাও বলবে ___ "কই দেখি" ___ বলেই কাপটা হাতে নিয়ে, ছোট্ট করে একটা চুমুক দিয়ে বলবে, ঠিক আছে তো ! ___ ছেলেটাও এবার মুচকি হাসি দিয়ে চায়ে চুমুক দিয়ে বলবে "হুউউম এবার মিষ্টি ঠিক আছে" ___ ♥
ছেলেটা ঠিক করেছিল ___ চাঁদনী রাতে ছাদে শীতল পাটি বিছিয়ে দু জনে গল্প করবে ___ মেয়েটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলে ___ ছেলেটা তাকে ডেকে তুলবে না ___ চাঁদের আলোতে তার ঘুমন্ত ক্লান্ত মিষ্টি শুভ্র মুখের দিকে তাকিয়েই রাতটা পার করে দেবে ___
ছেলেটা চোখ মুদে স্বপ্ন দেখে ___ লাল টুক টুক শাড়িতে একদিন মেয়েটা তার ঘরে আসবে ___ হাতে থাকবে এক মুঠ লাল চুড়ি ___ ছেলেটা চোখ মুদেই চুড়ির টুংটাং শব্দ শুনবে ___ টুংটাং, টুংটাং, টুংটাং ___ সুখ অসীইইইম সুখ ___
হুট করেই ছেলেটার সব স্বপ্ন হ্যাং খায় ___ সাথে সাথে প্রেমটাও হ্যাং খায় ___ কারণ ছেলে বেকার ___ মেয়েটা হাতের আংটি দেখিয়ে বলে "সরি, মা-বাবার পছন্দ ___ ছেলে অনেক ভাল জব করে, এস্টাবলিশড ___ আমি আর ওয়েট করতে পারলাম না" ___ দুম করেই স্বপ্নের বাবুই পাখির বাসাটা ছিঁড়ে যায় ___ টুকরো টুকরো হয়ে যায় ___
লাল চুড়ি আর লাল শাড়ি পড়েই মেয়েটার বিয়ে হয় ___ তবে কোন মানুষের সাথে না ___ A4 সাইজের অফসেট পেপারে ছাপা একটা সিভির সাথে ___ ভালো জব করে, এস্টাবলিশড, গাড়ি আছে, বাড়ি আছে ___ এমন একটা সিভির সাথে ___ সব কিছুই আছে শুধু ভালোবাসাটাই নেই ___
বেকার ছেলেটারও একদিন চাকরি হয় ___ বুড়ো বুড়ি মা-বাবার সাথে সাথে ছেলেটার হ্যাং হওয়া জীবনও আবার চলতে শুরু করে ___ প্রমোশন হয়, গাড়ি বাড়ি সব হয় ___ শুধু পুরনো হ্যাং হওয়া প্রেমটাই আর একটিভেট হয় না ___ সেই বেকার ছেলেটারও আজ A4 সাইজের সিভি আছে ___ শুধু স্বপ্ন গুলোই আর নাই ___ বেঁচে নাই ___
আর বেঁচে থাকে কিছু স্মৃতি, আজ থেকে ৫ বছর ৭ মাস ১৩ দিন আগে ___ কোন এক শীতের সন্ধ্যায় ৭ টা ৪৫ মিনিট বেজে ১৯ সেকেন্ডে মেয়েটা ছেলেটাকে বলেছিল "আমি তোমাকে ছাড়া বাঁচব না" ___ ছেলেটাও শক্ত করে তাকে বুকে জড়িয়ে ধরেছিল ___
বেঁচে আছে আজ দু জনেই ___ মানুষ বেঁচে থাকলে বদলায় ___ বদলায় না শুধু অনুভূতি গুলো ___ সুযোগ পেলেই গুটি গুটি পায়ে এসে হৃদয়টা ছার-খার করে দিয়ে যায় ___ মধ্যবিত্ত প্রেম গুলো এভাবেই শেষ হয় ___ মধ্যবিত্তদের প্রেম করতে নেই ___ কাউকে ভালোবাসতে নেই __

অপেক্ষা আর অতৃপ্তি আছে বলেই মানুষ বেঁচে আছে। নয়তো জীবনকে ভালোবাসা হতো না।
Close your eyes & try to see

'না' বলতে পারাটা খুব বড় গুণ। বেশিরভাগ মানুষ 'না' বলতে পারে না। এতে তারা নিজেরাও সমস্যায় পড়ে, অন্যদেরও সমস্যায় ফেলে।

I love her enough to let her go

[HIMU-RUPA-SA]